kalerkantho


নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০১৬ ১৭:৩৩নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময়

"দেশে গরিবের সংখ্যা কমেছে। এখন শতকরা ১২ জন হত দরিদ্রের তালিকায় রয়েছে। সেটাকে শুন্যের কোটায় আনার চেষ্টা চলছে। যারা আছে তাদের ধরনও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। বর্তমান সরকারের গৃহীত কর্মকাণ্ডের কারণে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। কীভাবে আমরা এ অসম্ভবকে সম্ভব করছি- তা দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেণ্ট পর্যন্ত বাংলাদেশ সফরে এসেছেন।

আজ সোমবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান নান্দাইলে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নান্দাইল উপজেলা প্রশাসন আয়েজিত 'নান্দাইলের উন্নয়ন সম্ভাবনা ও সমস্যা উত্তরণ'- শীর্ষক মতবিনিময় সভাটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুস সালাম ভূঁইয়া বীরপ্রতীকসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের প্রধান কর্মকর্তারা। সভায় জেলা প্রশাসক জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


মন্তব্য