kalerkantho


বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    

১৭ অক্টোবর, ২০১৬ ১৬:৩০বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ

ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় বৃষ্টি (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকার সামনে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম বলেন, "আজ সোমবার সকালে বৃষ্টি তার মায়ের সঙ্গে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ তৈলঘাট এলাকা থেকে লালকুঠি ঘাটে যাওয়ার জন্য খেয়া নৌকায় ওঠে। নৌকাটি লালকুঠি ঘাটের কাছে পৌঁছালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কয়েকটি লঞ্চ পেছনে আসতে থাকলে  নৌকাটি ঢেউয়ে ডুবে যায়। এ সময় বৃষ্টির মা ও অন্য যাত্রীরা সাঁতরে ওপরে উঠতে পারলেও বৃষ্টি নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে।
           

            


মন্তব্য