kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ভাণ্ডারিয়া পৌর শহরে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৭ অক্টোবর, ২০১৬ ১৬:০১ভাণ্ডারিয়া পৌর শহরে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের প্রধান সড়কের পোনা নদী তীরবর্তী ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার পিরোজপুর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিক জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পোনা নদী দখল করে গড়ে তোলা বাসাবাড়ি ও খাবার হোটেল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, স্থানীয় কতিপয় স্থানীয় দখলদার শহরের পোনা নদীর তীর দখল করে অবৈধ পাইলিং দিয়ে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। অবৈধ স্থাপনা অপসারণে কয়েক দফা নোটিশ প্রদান করলেও তাতে সাড়া না মেলায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
       


মন্তব্য