kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


সীমান্তে আট লাখ টাকার ভারতীয় চা পাতা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৭ অক্টোবর, ২০১৬ ১৫:৫০সীমান্তে আট লাখ টাকার ভারতীয় চা পাতা আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে পাচার হয়ে আসা ৩২ বস্তা নিম্নমানের ভারতীয় চা পাতা আটক করেছে বিজিবি। আটক চা পাতার মূল্য আট লাখ টাকা বলে বিজিবি জানায়।

গতকাল রবিবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এসব চা পাতা আটক করা হয়।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে বিপুল পরিমাণ নিম্নমানের চা পাতা পাচার হয়ে বাংলাদেশে আসছে- এমন গোপন সংবাদ পেয়ে গত রাতে দৌলতপুর সীমান্তে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় নিম্নমানের এসব চা পাতা আটক করা হয়। আটক চা পাতা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়। এ ব্যাপারে বেনাপোলে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 


মন্তব্য