kalerkantho


সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

১৭ অক্টোবর, ২০১৬ ১৫:৪০সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। অবৈধ পথে ভারত থেকে দেশে প্রবেশের সময় গতকাল রবিবার রাতে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতদের নাম হাফিজুর রহমান (৩০) ও তার আফজাল হাসেন (১০)। তাদের  বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির টহলদল গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।


মন্তব্য