kalerkantho


বৈঠক চলাকালে চাঁপাইয়ের জেলা প্রশাসকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৩:৪৩বৈঠক চলাকালে চাঁপাইয়ের জেলা প্রশাসকের মৃত্যু

বৈঠক চলাকালে অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৬০) মারা গেছেন। আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের বৈঠক চলাকালে সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান জানান, সকালে বিভাগীয় নিয়মিত মাসিক সভায় তিনি উপস্থিত ছিলেন। উনি পুরোপুরি সুস্থ ছিলেন। সভা শুরুর আগ মুহূর্তে ওঁর মোবাইলে একটি ফোন আসে। মোবাইলে কথা বলতে বলতে তিনি পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর শুনে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে গেছেন।

 


মন্তব্য