kalerkantho


এমপিওভুক্তির জন্য নড়াইলে কলেজ শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি    

১৬ অক্টোবর, ২০১৬ ২১:৪২এমপিওভুক্তির জন্য নড়াইলে কলেজ শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ননএমপিও কলেজ এমপিওভুক্তির (মাসিক পে অর্ডার) জন্য নড়াইলের আমাদা আদর্শ কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ রবিবার দুপুরে ওই কলেজের গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, প্রভাষক রূপক মুখার্জি, মনিরুল ইসলাম, প্রকাশ পাঠক। 

বক্তারা বলেন, আমাদা আদর্শ কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও এখনও পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। বছরের পর বছর বিনা বেতনে শিক্ষক-কর্মচারীরা মানববেতর জীবনযাপন করছেন। এ মানববন্ধনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এছাড়া একই দাবিতে জেলার পাঁচটি ননএমপিওভুক্ত কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজগুলো দ্রুত এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।


মন্তব্য