kalerkantho


বেড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি,পাবনা   

১৬ অক্টোবর, ২০১৬ ১৫:০৪বেড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা

পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সিদ্দিক বাজার ও মালদা বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ মাছসহ দুজন মাছ ব্যবসায়ীকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করেন।

বেড়া উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৭টায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুর নাহার সুমী, মৎস্য অফিসার কামরুল হাসান সরকারসহ আমিনপুর থানার পুলিশ নিয়ে বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের সিদ্দিক বাজার ও মালদা বাজারে অভিযান চালায়। এ সময় ৫০ কেজি ইলিশ মাছসহ ঢালারচর ইউনিয়নের রাজধরদিয়া গ্রামের আবু তালেবের ছেলে জেলাল মণ্ডল (২৫) ও ওমরপুর গ্রামের জামাল ব্যাপারীর ছেলে লতিফ ব্যাপারীকে (২৮) আটক করেন। পরে দুপুর ১টায় বেড়া উপজেলা চত্তরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও ৩০ কেজি ইলিশ মাছ গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামসুর নাহার সুমী বলেন, এ অভিযান আগামী দুই নভেম্বর পর্যন্ত চলবে।


মন্তব্য