kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৬ ১২:৫১কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, রবিবার ভোরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদল মিয়া নামে ৩০ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।

বাদল চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে।

বিকাশ জানান, শ্বাসকষ্টের কারণে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বাদলকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে তাজউদ্দীন মেডিক্যালে পাঠানো হয়। ভোর পৌনে ৬টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন। বিকাশ জানান, বাদল গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠায়। এরপর ১ অক্টোবর তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

 


মন্তব্য