kalerkantho


দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৬ ১২:০০দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টেমনাই-মতলব-বাবুরহাট সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রীরা। সড়কে সিরিয়াল না মেনে গাড়ি চালানোয় লাইনম্যান ও চালকদের দ্বন্দ্বের কারণে আজ রবিবার ভোর থেকে চালকরা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। দাউদকান্দি থানার ওসি মো. আবু সালাম মিয়া বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ সমস্যার দ্রুত সমাধানে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

দাউদকান্দির নৈয়ারবাজারের সভাপতি মিন্টু শহিদ বলেন, সিরিয়াল না মেনে গাড়ি চালানোর কারণে গতকাল শনিবার উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ডে জীবন মিয়া ও রুহুল আমিন নামের দুই অটোরিকশা চালকের সঙ্গে লাইনম্যান সুমনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই আজ ভোর থেকে চালকরা অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে।

 


মন্তব্য