kalerkantho


বোয়ালখালীতে আগুনে পুড়েছে ঘর

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৬ ১১:৫৮বোয়ালখালীতে আগুনে পুড়েছে ঘর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে আগুনে একটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতে কধুরখীলে আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামের বাড়ির পাশে আব্দুল মাবুদের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশু দাশ জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গভির রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আব্দুল মাবুদের ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে বিশু জানান। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, জ্বলন্ত ফানুস বিদ্যুতের তারের ওপর ছিটকে পড়ে সেখান থেকে মাবুদের তিনতলা ভবনের ছাদে এসে পড়ে। এরপর আগুন ছড়িয়ে যায়।

 


মন্তব্য