kalerkantho


বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্ততাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৬ ২১:২৫বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্ততাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ শনিবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা শুরু হয়।

কর্মশালায় জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়ন থেকে ১৫০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। 

কর্মশলায় জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে 'তৃণমূলের তথ্যজানালা' কর্মসূচির আওতায় দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিংয়ের প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অজিত কুমার সরকার এবং অলিউর রহমান।


মন্তব্য