kalerkantho


নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি, উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৫ অক্টোবর, ২০১৬ ১৮:৪৫নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি, উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা

পিরোজপুরের কাউখালীতে বৃষ্টি আক্তার নামে ৫ বছর বয়সী একটি শিশু খালে ডুবে যাওয়ার দুই দিনেও সন্ধান মেলেনি তার। গতকাল শুক্রবার সকালে শিশুটি বাশুরী খালে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী দুই দিন চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। আজ শনিবার দিনভর বরিশাল থেকে আসা একটি ডুবুরি দল ও কাউখালী ফায়ার সার্ভিস যৌথভাবে বাশুরী খালে তল্লাশি চালালেও শিশুটির কোন হদিস না পেয়ে উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করেন।
 
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বাশুরী গ্রামের মাছুদ হাওলাদারের ৫ বছরের শিশু কন্যা বৃষ্টি আক্তার মায়ের সাথে পানি আনতে খাল পাড়ে যায়। শিশুটিকে দাঁড় করিয়ে মা পানি নিয়ে ঘরে যায়। এ সময়  শিশুটি খেলতে খেলতে খালে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে না পেয়ে রাতে বরিশাল ডুবুরি দলকে খবর দেয়।

এ ব্যাপারে কাউখালী ফায়ার সার্ভিসের ইউনিট ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, শিশুটি প্রবল স্রোতে ভেসে গিয়েছে। শিশুটির সন্ধান পাওয়া এখন আর সম্ভব নয় বিধায় উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণা করা হয়।


মন্তব্য