ভোলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। সদরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোলা প্রেসক্লাবের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, কোস্ট ট্রাস্ট কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে নারী নেত্রী স্থানীয় আঙ্গিনা মহিলা সমিতির সভাপতি বিলকিস জাহান মুনমুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দৌলতখানে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, প্যানেল মেয়র আমেনা খাতুন, কোস্ট ট্রাস্ট কর্মকর্তা সোহেল মাহমুদ প্রমূখ। পরে দৌলতখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় এনজিও কোস্ট ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের