kalerkantho


ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৫ অক্টোবর, ২০১৬ ১৪:০৩ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

'সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরাদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) এ এস এম আলী আহসান, পুলিশের এএসপি বি এম মহিউদ্দিন, মো. আজহারুল ইসলাম, আ ন ম ফজলুল হাদী সাব্বির, আসমা আক্তার মুক্তা, কাজী আশরাফুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের পরিবার ও সমাজের বোঝা মনে না করে তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ব্যক্তিতে পরিণত করতে হবে। পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগ ও এনজিওসমূহের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


মন্তব্য