kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


নওগাঁয় আদিবাসীদের কারাম উৎসব

নওগাঁ প্রতিনিধি    

১৪ অক্টোবর, ২০১৬ ২২:২৬নওগাঁয় আদিবাসীদের কারাম উৎসব

নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মাঠে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কারাম উৎসবে বিভিন্ন উপজেলার ১৬টি নৃত্যদল অংশ নেয়।

সাওতাল, উড়াও, পাহান, মুণ্ডাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪টি জাতিগোষ্ঠী এ উৎসবে নৃত্য পরিবেশন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এ উৎসবের আয়োজন করে। লাল হলুদ বাহারি শাড়ি ও মাথায় ফুলের দৃষ্টিনন্দন খোপা পরে আদিবাসী নারী-পুরুষ বাদ্যের তালে তালে নৃত্য পরিবেশন করে।


মন্তব্য