নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ দিন নিখোঁজ থাকার পর মকবুল হোসেন (২৭) নামে এক রাখাল যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। মকবুল পশ্চিম ছাতনাই ইউনিয়নের মো. আজহার আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, শুক্রবার দুপুরে তিস্তা নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে তিস্তা নদীর কালীগঞ্জ এলাকায় ৪০ রাখাল ইঞ্জিনচালিত নৌকাযোগে তিস্তা নদীর ওপারে চরে ঘাস কাটতে যায়। বিকেলে ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার সময় তিস্তা নদীর ঝাড়শিঙ্গেশ্বর জিরো পয়েন্টে নদীর ঘুর্ণিপাকে নৌকাটি ৪০ রাখালসহ ডুবে যায়। নৌকায় থাকা ৪০ জনের মধ্যে ৩৯ জন সাতরিয়ে প্রাণে রক্ষা পেলেও মকবুল হোসেন ফিরে আসেনি। অনেক খুজাঁখুঁজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার দুপুরে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের