kalerkantho


দিনাজপুরে নছিমন উল্টে চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৫:৩২দিনাজপুরে নছিমন উল্টে চালক নিহত

দিনাজপুরের কাহারোলে আলুবাহী নছিমন উল্টে মো. ওই নছিমনের চালক জাকিরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভাতগাঁও ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. জাকিরুল ইসলাম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শাহীনগর গ্রামের মো. মহসিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর আলম জানান, আলুবাহী নছিমনটি উল্টে চালকের ওপর পড়ে ছিল। পথচারীরা দেখতে পেয়ে নছিমনটি তুলে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে।
মৃত জাকিরুল ইসলামের বাবা মো. মহসিন আলী জানান, ‘সকালে নছিমন নিয়ে বাড়ি থেকে বের হয় জাকিরুল। দুপুরে সড়ক দুর্ঘটনায় আলুবাহী নছিমন চালক মৃত্যুর বিষয়টি জানতে পেরে আমরা ছুটে আসি। এসে দেখি আমার ছেলে মো. জাকিরুল ইসলামের লাশ।
হাইওয়ে পুলিশের এসআই সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


মন্তব্য