kalerkantho


মাগুরায় মধুমতি নদী থেকে কারেন্ট জাল আটক

মাগুরা প্রতিনিধি   

১৪ অক্টোবর, ২০১৬ ১৪:০৭মাগুরায় মধুমতি নদী থেকে কারেন্ট জাল আটক

মাগুরায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় মহম্মদপুরের মধূমতি নদী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে জেলার  মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে অভিযান চালিয়ে  এসব জাল উদ্ধার করা হয়। পরে রাত  ৯ টার দিকে উপজেলা পরিষদের সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস জানান, ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য  ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেণির জেলে মধুমতি নদীতে ইলিশ শিকার অব্যাহত রেখেছেন। গোপন খবরের ভিত্তিতে রাতে মহম্মমদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান  আদালত বৃহস্পতিবার রাতে মধুমতি নদীতে অভিযান চালায়। এসময় নদীর বাবুখালী থেকে শিরগ্রাম পর্যন্ত এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়। এই জালের দাম প্রায় ২ লাখ টাকা। এসব জাল দিয়ে অবৈধভাবে ইলিশ শিকারের চেষ্টা চলছিল। তবে অভিযানের সময় কোন জেলেকে আটক করা যায় নি।
মহম্মমদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেন জানান,  এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 


মন্তব্য