kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


সুধী সমাজের মানববন্ধন

নড়াইলে খেলার মাঠ দখল করে বাণিজ্য মেলার নামে জুয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১৩:৩৯নড়াইলে খেলার মাঠ দখল করে বাণিজ্য মেলার নামে জুয়া

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ খেলার মাঠকে দখল করে বাণিজ্য মেলা ও র‌্যাফেল ড্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সুধী সমাজের লোকেরা।

শুক্রবার(১৪ অক্টোবর) নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড. এস এ মতিন,জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড.নজরুল ইসলাম,প্রফেসর মলয় কান্তি নন্দী ,সাংবাদিক প্রদোৎ মুখাজী,সাংবাদিক শামীমূল ইসলাম,কাজী হাফিজুর রহমান প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন,মাশরাফি শ্যামলী দের মাঠ দখল করে বাণিজ্য মেলার নামে চলছে লটারী নামক জুয়া । এখানে র‌্যাফেল ড্র এর নামে সাধারণ মানুষের কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় কতিপয় লোক। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের লোকেরা কিসের আশায় এসব জুয়ার অনুমতি দেয় তা জনগণ জানতে চায়, অবিলম্বে এই লটারি জুয়া বন্ধ করা না হলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। পরে একটি বিক্ষোভ মিছিল রূপগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।

 


মন্তব্য