kalerkantho


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১২:৪৪দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে পাথর বোঝাই ট্রাক উল্টে মো. আব্দুল মান্নান (৩৩) ও মো. শাহজাহান (২৬) নামে দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৫টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের মতিহারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল মান্নান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং মো. শাহজাহান একই গ্রামের মো. তাজুল মিয়ার ছেলে।
নবাবগঞ্জ থানার এএসআই রেজওয়ানুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মো. আব্দুল মান্নান এবং মো. শাহজাহান নামে দুই মাছ ব্যবসায়ী ঠাকুগাঁওয়ে মাছ বিক্রয় করে পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের মতিহারা নামক এলাকায় ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


মন্তব্য