kalerkantho


খুলনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৬ ১২:৩৭খুলনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত

খুলনা মহানগরীতে বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী সাংবাদিকের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৩৮) যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নওয়াপাড়ার খুলনার প্রতিনিধি ছিলেন।
খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, সকাল পৌনে ১০টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার বাড়ী থেকে মোটরসাইকেলে করে ফুলবাড়ী গেটের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর।
“পথে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।”
ঘটনার পর এলাকাবাসী ঘণ্টাখানেক ধরে খুলনা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন তারা।
দুর্ঘটনার পরপর বাস নিয়ে চালক ও তার সহযোগী পালিয়ে যায় বলে ওসি জানান।
জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


মন্তব্য