kalerkantho


দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ৯ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর প্রতিনিধি    

১৩ অক্টোবর, ২০১৬ ১৬:৩১দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ৯ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব জমিতে ৯ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৮০ লাখ টাকা। ভবন নির্মাণে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টি, আওয়ামী লীগের শহর কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি তৈয়ব আলী, সাইফুর রাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহসাধারণ সম্পাদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী প্রমুখ।

 


মন্তব্য