kalerkantho


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়া পৌরসভার বর্ধিত কর প্রত্যাহারের দাবি

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

১৩ অক্টোবর, ২০১৬ ১৪:২২মঠবাড়িয়া পৌরসভার বর্ধিত কর প্রত্যাহারের দাবি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা কর্তৃক অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে ও বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌরবাসী। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার পৌর ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধাসহ পৌরসভার নাগরিকরা অংশ নেন।

মানববন্ধন শেষে পৌর ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নূর হোসাইন মোল্লা, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মো. ফারুক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৬-২০১৭ অর্থবছরে গেজেট বিধি বহির্ভুতভাবে পৌর প্রশাসন ৫-৬ গুণ কর বৃদ্ধি করেছে। এতে ব্যবসায়ী ও নাগরিকরা চরম বিপাকে পড়েছেন। প্রথম শ্রেণির পৌরসভায় যেখানে তৃতীয় শ্রেণিরও সেবা নাগরিকরা পান না সেখানে এ বর্ধিত কর বেআইনি। বিক্ষুব্ধ নাগরিকরা এ বর্ধিত কর প্রত্যাহারের দাবি না মানলে আগামী ৩১ অক্টোবর পরবর্তী কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান। প্রতিবাদ সমাবেশ শেষে পৌর মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন সচেতন নাগরিক সমাজের নেতারা।

 


মন্তব্য