kalerkantho


'নদী ঠেকাও, রৌমারী বাঁচাও'

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম    

১৩ অক্টোবর, ২০১৬ ১৪:২০'নদী ঠেকাও, রৌমারী বাঁচাও'

'নদী ঠেকাও, রৌমারী বাঁচাও'- এ স্লোগানকে সামনে রেখে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রৌমারী নদীভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এলাকাবাসী  আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে হাজির হয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে দুই উপজেলা রৌমারী ও রাজীবপুরকে রক্ষার দাবিতে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আন্দোলন কমিটির সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল খালেক, অ্যাড. আবুল বাশার মঞ্জু, বাসদ নেতা মহির উদ্দিন, আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

 


মন্তব্য