kalerkantho


কাশিয়ানীতে শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি    

১৩ অক্টোবর, ২০১৬ ১৩:৫৩কাশিয়ানীতে শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে জুবায়ের (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ফুকরা নামক স্থানে সড়কের পাশের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার আবুল বাশারের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আলী নুর হোসেন জানান, সকালে স্থানীয়রা ওই স্থানে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি  উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। ওসি আরো জানান, শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল। গত মঙ্গলবার শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে, বিলে শাপলা তুলে গিয়ে পানিতে ডুবে মারা গেছে সে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

 


মন্তব্য