kalerkantho


পাঁচবিবি সীমান্তে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিক আটক

জয়পুরহাট প্রতিনিধি    

১৩ অক্টোবর, ২০১৬ ১৩:২১পাঁচবিবি সীমান্তে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে নারী ও শিশুসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতরাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আলীর ছেলে আব্দুল হামিদ (২৫), কবির আহমদের স্ত্রী নূর বেগম (২২), ইলিয়াছের স্ত্রী হামিদা (২৪) এবং তাঁর ছেলে রেজাউল করিম (৭) ও   শিশুসন্তান (১)।

আটক আব্দুল হামিদ জানান, মিনায়মারে মুসলিমদের ওপর নির্যাতন হওয়ায় পালিয়ে টেকনাফের সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে এসে দালালের মাধ্যমে জয়পুরহাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানান তিনি।

জয়পুরহাটের ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, গতরাত ৩টার দিকে সীমান্তের ২৮৭ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব পিলার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 


মন্তব্য