kalerkantho


ফরিদপুরে বাউলদের আখড়াবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ অক্টোবর, ২০১৬ ১৭:৪১ফরিদপুরে বাউলদের আখড়াবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার ইউনিয়নের পরানপুর গ্রামে দুর্বৃত্তরা “আরশী নগরের পড়শী বাড়ি” নামে বাউলদের আখড়াবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই আখড়াবাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। এতে আখড়াবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ওই আখড়া কমিটির সভাপতি বাউল সুভাষ বিশ্বাস জানান, এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। 

তিনি বলেন, ঘটনাটি এখনও পুলিশকে জানানো হয়নি।


মন্তব্য