kalerkantho


রূপগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১১:৩০রূপগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসের চাপায় নিলুফা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় হাজি নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকাল ৭টার দিকে বাড়ির কাছে মহাসড়ক পার হচ্ছিল নিলুফা। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসসহ চালক-হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

 


মন্তব্য