kalerkantho


ফরিদপুরে বাসের ধাক্কায় ২ নসিমনযাত্রীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১১:২৯ফরিদপুরে বাসের ধাক্কায় ২ নসিমনযাত্রীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন। নিহতরা হলেন উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ফটিক মালো ও কায়সার শেখ।

ওসি বলেন, মালিগ্রাম হাট থেকে পাট কিনে নসিমনযোগে বাবনাতলা বাজারে যাচ্ছিলেন কয়েকজন ছোট ব্যবসায়ী। পথে মাদারীপুরগামী হাকিম এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফটিক ও কায়সার মারা যান।

এ সময় সন্তোস পাল ও মনির হোসেন নামে আরও দুই নসিমনযাত্রী আহত হলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি এজাজউদ্দিন। বাসটি আটক করলেও পুলিশ এর চালককে ধরতে পারেনি।

 


মন্তব্য