kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ডিমলায় তিস্তা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

নীলফামারী প্রতিনিধি   

১১ অক্টোবর, ২০১৬ ২২:৩২ডিমলায় তিস্তা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় মকবুল হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা অপর ৩৯ জন যাত্রী সাঁতরিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। আজ মঙ্গলবার বিকেলে পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মকবুলের সন্ধান মেলেনি।  

নিখোঁজ মকবুল হোসেন উপজেলার পশ্চিমছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আজাহার আলরি ছেলে।  

পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, আজ মঙ্গলবার সকালে তিস্তা নদীর কালিগঞ্জ গ্রামের ৪০ জন ব্যক্তি ইঞ্জিনচালিত নৌকাযোগে বাড়িতে পালিত গরুর জন্য তিস্তা নদীর ওপারে ঘাস কাটতে যায়। তারা বিকেল সাড়ে তিনটার দিকে ঘাস নিয়ে ওই নৌকায় ফিরে আসছিল। পথে ঝাড়সিংহেশ্বর গ্রামে তিস্তা নদীর স্রোতের ঘুর্ণিপাকে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল হোসেন নিখোঁজ হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থলে অবস্থান করছেন। নিখোঁজ মকবুলকে উদ্ধারে রংপুর থেকে দমকল বাহিনীর ডুবুরী দল এলাকায় এসে পৌঁছেছে। কিন্তু নদীর স্রোতে অন্ধকারে কাজ করতে পারছে না।
 


মন্তব্য