kalerkantho


পবিত্র আশুরা উপলক্ষে

ফরিদপুরে বিশ্বজাকের মঞ্জিলে দুই দিনের অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১১ অক্টোবর, ২০১৬ ১৮:২০ফরিদপুরে বিশ্বজাকের মঞ্জিলে দুই দিনের অনুষ্ঠানমালা

পবিত্র আশুরা উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে আজ মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু হচ্ছে। আজ মাগরিবের ওয়াক্ত থেকে দুই দিনের অনুষ্ঠানমালা শুরু হবে। এতে দেশ-বিদেশের রাসূল (সাঃ) প্রেমী নারী -পুরুষ অংশ নেবে।

আগামীকাল বুধবার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানমালা শেষ হবে।

এছাড়া দুই দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াক্তিয়া নামাজের সাথে সাথে নফল ইবাদত-বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আসকার ও পবিত্র আশুরার মর্মস্পর্শী উপখ্যান বর্ণনা করে ওয়াজ-নসিহত।

এ অনুষ্ঠানমালায় খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্মিক প্রতিনিধি খাজাবাবা মাহফুজুল হক এবং খাজাবাবা মোস্তফা আমীর ফয়সাল সমবেতদের সাক্ষাৎ ও বিশেষ নসিহত দান করবেন। 


মন্তব্য