kalerkantho


লক্ষ্মীপুরে খালে ডুবে শিশু নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১১ অক্টোবর, ২০১৬ ১৭:৩১লক্ষ্মীপুরে খালে ডুবে শিশু নিখোঁজ

লক্ষ্মীপুরে শাখাড়িপাড়ার শশ্মানঘাট এলাকায় রহমতখালী খালের পানিতে ডুবে মাহি (২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় লোকজন তৎপরতা চালিয়েও শিশুটির সন্ধান পায়নি।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বাসার সামনে খালে পড়ে নিখোঁজ হয় মাহি। সে  লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলী আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মাহি দাদির সঙ্গে এসে খালে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে  চেষ্টা করলেও তাকে উদ্ধার করা যায়নি। এরপর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান গণমাধ্যমকর্মীদের বলেন, "খবর পেয়ে শিশুটিকে উদ্ধার জন্য ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা তৎপরতা চালাচ্ছেন।"

 


মন্তব্য