kalerkantho


কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা    

১১ অক্টোবর, ২০১৬ ১৬:২৪কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে ছুরিকাঘাতে ফয়েজ নামে এক যুবক নিহত  হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব চলাকালে ছোটনা গ্রামের একটি পূজামণ্ডপের পাশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজকে ছুরিকাঘাত করে ওই যুবকরা। তাকে বাঁচাতে এসে উপজেলার মোহনপুর গ্রামের মেহেদী হাসান, গনি মিয়া এবং রাসেল নামে আরো তিনজন আহত হন। পরে স্থানীয়রা মারাত্মক আহত ফয়েজকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে গভীর রাতে মারা যান তিনি।

দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, "এ হত্যাকাণ্ডের সঙ্গে পূজার কোনো সংশ্লিষ্টতা নেই। তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার কারণে ছুরিকাঘাতে ফয়েজের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" 


মন্তব্য