kalerkantho


শ্রীমঙ্গলে পুজো দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৬ ১৪:০৫শ্রীমঙ্গলে পুজো দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পুজো দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুজন দাশ সুজিত (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে শহরের মতিন মার্কেটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও মিশন রোডের বাসিন্দা মৃত অতুল দাশের পুত্র। দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত ১২টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের আমতৈল এলাকায়।

জানা যায়, নিহত সুজিত পরিবারের ৫ সদস্যকে নিয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ দেখে সিএনজিযোগে মৌলভীবাজারে পূজামণ্ডপ দেখতে রওনা দেন। বেপরোয়া গতির সিএনজিটি কালাপুরের আমতৈল এলাকায় পৌঁছলে সড়কের পাশে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। এ সময় সিএনজিটির বাম পাশে থাকা সুজিতের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ সময় সিএনজিতে থাকা অপর পাঁচ যাত্রীও আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে সিএনজিচালক পলাতক আছে।

 


মন্তব্য