kalerkantho


গোপালগ‌ঞ্জে বাসচাপায় ক‌নেস্টবল নিহত

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি   

১০ অক্টোবর, ২০১৬ ১৯:৫৫গোপালগ‌ঞ্জে বাসচাপায় ক‌নেস্টবল নিহত

গো‌পালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে বাসচাপায় আল আমিন শেখ (২৫) নামে এক পু‌লিশ ক‌নেস্টবল ‌নিহত হ‌য়ে‌ছেন। আজ সোমবার বি‌কে‌লে ফ‌রিদপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তি‌নি। এদিন দুপুর ১২টার দি‌কে কা‌শিয়ানী উপ‌জেলার ভা‌টিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত আল আমিন গোপালগঞ্জ শহ‌রের পাঁচু‌ড়িয়া এলাকার এস এম  মোশাররফ হো‌সে‌নের ছে‌লে। তিনি ফ‌রিদপুরে পু‌লি‌শের ডিএস‌বি‌তে চাকরিরত ছি‌লেন। 

এ ব্যাপারে কা‌শিয়ানী থানার এসআই শাহ জামাল জা‌নান, আল আমিন নড়াইলে খালু সা‌হেব আলী শে‌খের বা‌ড়ি থে‌কে বে‌ড়ি‌য়ে মোটরসাই‌কেল নি‌য়ে ফ‌রিদপুর যা‌চ্ছি‌লেন। প‌থিম‌ধ্যে ওই স্থা‌নে এক‌টি বাস তা‌কে চাপা দেয়। এতে তি‌নি গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তা‌কে প্রথ‌মে গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে এবং প‌রে অবস্থার অবন‌তি হ‌লে তাকে ফ‌রিদপুর মে‌ডি‌ক্যাল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


মন্তব্য