kalerkantho


শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি    

১০ অক্টোবর, ২০১৬ ১৫:৪৩শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২২তম মৃত্যুবাষির্কী পালন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রসাশন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামে শিল্পীর আবাসস্থলে তাঁর সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিল্পীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসন, নড়াইল জেলা প্রেসক্লাবসহ বিভি্ন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশ নেয়। পরে সকাল ১১টায় এস এম সুলতান শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেড় শতাধিক খুদে চিত্রশিল্পী অংশ নেয়। চিত্রাংকন শেষে জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাইন্ডেশনের সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে শিল্পী সুলতানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচোনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খাইরুল আরেফিন রানা, চিত্রশিল্পী বলদেব অধিকারী প্রমুখ।


মন্তব্য