চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার বিকেলে সন্দ্বীপ টেংগারচর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড পূর্ব জোন (জোনাল কমান্ডার) লে. কমান্ডার ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সন্দ্বীপের আলাউদ্দিন বাহিনী ওরফে বিসমিল্লাহ গ্রুপ উপকূলীয় এলাকায় জেলেদের ওপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সন্দ্বীপ ও তৎসংলগ্ন চরাঞ্চলে জলদস্যুদের আস্তানা ঘেরাও করে ১৯ জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের