kalerkantho


অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে: ফখরুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৬ ২০:৪৪অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের ওপর সকল অত্যাচার জুলুম বন্ধ হোক। দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। 

আজ রবিবার বিকেলে কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি প্রাঙ্গনে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, ২০ দলীয় জোট নেতা গোলাম মুর্তজা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল। 
 


মন্তব্য