kalerkantho


সুন্দরগঞ্জে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৬ ১৪:০৬সুন্দরগঞ্জে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

সুন্দরগঞ্জে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, রবিবার ভোরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মণ্ডলের হাটবাজার নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী (খানপাড়া) গ্রামের ইউসুফ খানের ছেলে ফয়সাল খান (১৬), আব্দুল ওয়াহাবের ছেলে নজরুল ইসলাম (৩২) ও আব্দুল হামিদ মিয়ার ছেলে আশিকুল ইসলাম (১৪)।
 
তাদের কাছ থেকে প্রতিমা ভাঙচুর, কালিমন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় রেখে যাওয়া চিঠির অনুরূপ চিঠি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। থানার ওসি ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত তিনজনই নব্য জেএমবির সদস্য।

 


মন্তব্য