kalerkantho


ফরিদপুরে রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৯ অক্টোবর, ২০১৬ ১৩:৫৭ফরিদপুরে রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার দুর্গ পূজার দ্বিতীয় দিনে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রম পুজা মন্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়।

এবারে রূদ্রাণী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হচ্ছে তার প্রকৃত নাম তনুশী ব্যানার্জী। তার বয়স ১১ বছর।সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। কুমারী পূজার পুরোহিত ছিলেন সুনীল অধিকারী।বহু নারী ও পুরুষ ভক্ত পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া আজ সকালে জেলার নয় উপজেলার সাতশতাধিক মন্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন মন্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চারণে পুস্পাঞ্জি দিয়েছেন।

সকাল থেকেই বিভিন্ন  বয়সের নারী,পুরুষ ও শিশুসহ ভক্ত দর্র্শনার্থীরা নতুন পোশাক পড়ে পূজা মন্ডপে ভিড় করেন।এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।


মন্তব্য