kalerkantho


রাজশাহীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৬ ২১:৩০রাজশাহীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

রাজশাহীর পবায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুরালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পবা থানার ওসি আমান উল্লাহ।

নিহত রফিকুল ইসলাম (৩৫) রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে ওসি আমান উল্লাহ বলেন, নূরে মক্কা নামে একটি বাস চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মুরালিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।


মন্তব্য