kalerkantho


সরিষাবাড়ীতে চোলাই মদ খেয়ে একজনের মৃত্যু, আটক ৬

জামালপুর প্রতিনিধি    

৮ অক্টোবর, ২০১৬ ১৯:২৩সরিষাবাড়ীতে চোলাই মদ খেয়ে একজনের মৃত্যু, আটক ৬

জামালপুরের সরিষাবাড়ীতে মাত্রাতিরিক্ত দেশিয় চোলাই মাদক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারষাবাড়ী পৌর সভার শিমলা বাজার ইস্পানী এলাকার ইট ভাংগা শ্রমিক মৃত বিনেচারী গৌড়ের ছেলে গোপাল গৌড় ভূটকা (৫০) গতকাল শুক্রবার রাতে মাত্রাতিরিক্ত চোলাই মদ খেয়ে মাতাল অবস্থায় লুইস ড্রেফার্স মহল্লায় ঘোরাফেরা করে। আজ শনিবার সকালে লুইস ড্রেফার্স মহল্লার পাশে ঝিনাই নদীর তীরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গোপালের লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে যায়। এ খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ 
ঘটনাস্থল পরির্দশন করেন। এ সময় লুইস ড্রেফার্স এলাকায় অভিযান চালিয়ে দেশিয় মদ বিক্রেতা রিনা রানী দাস, শ্যামল চন্দ্র, শুক্কুরী রবি দাস, স্বরশতী রবি দাস, শুভ রবি দাস ও রবি দাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মোঃ রেজাউল ইসলাম খান জানান, মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ছয় চোলাই মদ ব্যবসায়ীকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে।


মন্তব্য