kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহনন

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ২২:৫২



বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহনন

নোয়াখালীর বেগমগঞ্জে শামসুন নাহার হাসিনা (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার একলাশপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। একলাশপুর গ্রামের বড় বাড়ি থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বড় বাড়ির সৌদি প্রবাসী সোহেলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর আগে একই উপজেলার গাবুয়া গ্রামের আবু তাহের মেয়ে শামসুন নাহার হাসিনার সঙ্গে একলাশপুর গ্রামের ইলিয়াসের ছেলে সৌদি প্রবাসী সোহেলের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া চলে আসছিল। এর জের ধরে আজ শুক্রবার সকালে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাসিনা। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় হাসিনার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ জানান, প্রবাসীর স্ত্রী শামসুন নাহার হাসিনার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  


মন্তব্য