kalerkantho


ঠাকুরগাঁওয়ে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ২২:৪৫ঠাকুরগাঁওয়ে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের মোলানী সীমান্তে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল ৮টার দিকে হরিপুর উপজেলার ডাবরী নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আটক মদের মূল্য এক লাখ টাকা বলে জানা গেছে।

৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাদকবিরোধী কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত থাকায় সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ করা অনেকটা সম্ভব হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


মন্তব্য