kalerkantho


শার্শায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ১৮:২৩শার্শায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার

যশোরের শার্শার নাভারণ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি ও বিএসএস পরীক্ষায় নকল করার দায়ে ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম তাদেরকে বহিষ্কার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে শার্শার নাভারণ ডিগ্রী কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান ও সমাজকল্যাণ বিষয় এবং  বিএসএস প্রোগ্রাম ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল। এ সময় আকস্মিক অভিযানে আসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।

অভিযানে এইচএসসি প্রোগ্রাম প্রথম বর্ষের সাত শিক্ষার্থী ও বিএসএস প্রোগ্রাম ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের চার শিক্ষার্থীকে নকল করার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে বহিষ্কার করা হয়।

 


মন্তব্য