kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


নিকলীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৭ অক্টোবর, ২০১৬ ১৬:৪৮নিকলীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে নায়েব আলী (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর এক ব্যবসায়ী।

আজ শুক্রবার সকালে উপজেলার ঘোড়াদিঘা ইউনিয়নের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত নায়েব আলী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের লালু মিয়ার ছেলে শাশীমকে (২৫) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে বাজিতপুর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন ব্যবসায়ী সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে নিকলী উপজেলার ঘোড়াদিঘা এলাকায় পৌঁছলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় তাদের নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান নায়েব আলী।

 


মন্তব্য