kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


বরগুনায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ

বরগুনা প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ১৩:৪৮বরগুনায় পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ

শারদীয় দুর্গাপূজাদ উপলক্ষে শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেছে বরগুনা জেলা পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব বিতরণ করেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মোতালেব মৃধা, বরগুনা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু এবং উন্নয়নকর্মী হোসনেয়ারা হাসি প্রমুখ।


মন্তব্য