kalerkantho


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৮ দিনের ছুটি শুরু

দিনাজপুর প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ১৩:৩৪দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৮ দিনের ছুটি শুরু

সনাতন ধর্মাবলাম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরাসহ নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮ দিনের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। পণ্য আমদানি রপ্তানি শুরু হবে ১৫ অক্টোবর থেকে। তবে বরাবরের মতোই সচল থাকছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধা।

কার্যত আজ শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে হিলি স্থলবন্দরে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮ দিনের ছুটি শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা এবং মুসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরার ছুটির কবলে পড়েছে বন্দর। দুই সম্প্রায়ের ধর্মীয় উৎসব পালনের ছুটির পাশাপাশি নিয়মিত ছুটি ভোগ শেষে আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে বন্দর আবার সচল হয়ে উঠবে।

 


মন্তব্য