kalerkantho


বকশীগঞ্জে ১৩৯ বোতল মদসহ সাবেক যুবলীগ নেতা আটক

জামালপুর প্রতিনিধি    

৭ অক্টোবর, ২০১৬ ০৮:৪৫বকশীগঞ্জে ১৩৯ বোতল মদসহ সাবেক যুবলীগ নেতা আটক

জামালপুরের বকশীগঞ্জে রামরামপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৩৯ বোতল মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নে রামরামপুরে অভিযান চালিযে ১৩৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদক উদ্ধার করা হয়। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবর, রামরামপুর গ্রামের মোসাবের ছেলে ফিরোজ (৪৩), বদরুল জামানের ছেলে নুরুল হক (২০), সারমারা গ্রামের মোজাব আলীর ছেলে রাজু (২০) ও আনছারের ছেলে বাচ্চু মিয়া (২৫) সহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।


মন্তব্য